kalerkantho


প্রেস রিলিজ

বেসিস সফটএক্সপোতে কম্পিউটার সোর্স ইনফোটেক ও ড্যাফোডিল

২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০গতকাল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’তে অংশ নিয়েছে কম্পিউটার সোর্স ইনফোটেক ও ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান।

কম্পিউটার সোর্স ইনফোটেক : প্রদর্শনীর হারমনি হলের ৩৩ নম্বর স্টলে কাস্টমাইজড এবং অব দ্য শেলফ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, সিএমস, মোবাইল এবং সাপোর্ট সার্ভিসের বিভিন্ন সেবা প্রদর্শন করছে কম্পিউটার সোর্স ইনফোটেক। ওরাকল, ফিনাকল, নিউজেন, নিউক্লিয়াস, মোবাইল সেলস ফোর্স অটোমেশন সফটওয়্যার এবং এইচপি এন্টারপ্রাইজ সিকিউরিটি পণ্যও প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

ড্যাফোডিল : প্রদর্শনীর মিল্কিওয়ের ২ নম্বর প্যাভিলিয়নে নিজেদের তৈরি হসপিটাল ম্যানেজমেন্ট, ই-প্রেসক্রিপশন, বিজনেস ইআরপি, এডুকেশন ইআরপি, ই-টেন্ডারিং, পে রোল অ্যান্ড ইনকাম ট্যাক্স সফটওয়্যার ও প্রযুক্তিসেবা প্রদর্শন করছে ড্যাফোডিল কম্পিউটার্স, ড্যাফোডিল সফটওয়্যার ও ড্যাফোডিল ওয়েব অ্যান্ড ই-কমার্স।মন্তব্য