kalerkantho


আজ থেকে বেসিস সফটএক্সপো

টেক প্রতিদিন ডেস্ক   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আজ  থেকে বেসিস সফটএক্সপো

‘ফিউচার ইন মোশন’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো-২০১৭’। দেশে তৈরি সফটওয়্যারের সক্ষমতা ও সাফল্য দেশ-বিদেশের ক্রেতাদের কাছে তুলে ধরার পাশাপাশি প্রদর্শনীতে আইসিটি খাতের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে। তথ্য-প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ প্রদর্শনীতে তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় প্রসারে স্থানীয় ও আন্তর্জাতিক বিজনেস ম্যাচমেকিং সেশনের পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে থাকছে বিজনেস লাউঞ্জ ব্যবহারের সুযোগ। ‘লিডারস মিট’, ‘ডেভেলপার কনফারেন্স’, ‘টেক উইমেন কনফারেন্স’সহ শিশুদের জন্য থাকছে কোডিং প্রগ্রামে অংশ নেওয়ার সুযোগ।

আজ সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

http://www.softexpo.com.bd ঠিকানায় নিবন্ধন করে বিনা মূল্যে প্রবেশের পাশাপাশি বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নেওয়া যাবে।মন্তব্য