kalerkantho


প্রেস রিলিজ

জিটেক্স টেকনোলজি সপ্তাহে রিভ সিস্টেমস

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত ‘জিটেক্স টেকনোলজি উইক’

তথ্য-প্রযুক্তি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ মেলায় নিজেদের তৈরি রিটেইল আইপি টেলিফোনি সফটসুইচ প্ল্যাটফর্ম ‘আইটেল সুইচ লাইট’ ও ‘রিভ অ্যান্টিভাইরাস’ এবং ‘রিভ চ্যাট’ প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।


মন্তব্য