kalerkantho


প্রেস রিলিজ

শেষ হলো বিএপিএস বিইউবিটি ন্যাশনাল প্রগ্রামিং ক্যাম্প

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০গত সোমবার শেষ হলো ‘বিএপিএস-বিইউবিটি ন্যাশনাল প্রগ্রামিং ক্যাম্প ২০১৬’। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রবলেম সেটারসের (বিএপিএস) সহযোগিতায় পাঁচ দিনের জাতীয় এই প্রগ্রামিং ক্যাম্পের আয়োজন করে। অংশ নেয় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম সারোয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। উপস্থিত ছিলেন বিইউবিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রুবাইয়াত চৌধুরী, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ প্রমুখ। প্রগ্রামিং প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর পাওয়া ২৬ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ। আর ক্যাম্পে অংশগ্রহণকারী সব ছাত্রছাত্রীকে দেওয়া হয় সনদ।


মন্তব্য