kalerkantho


পিক্সেলের বিজ্ঞাপনে দুই দিনে খরচ ৩২ লাখ ডলার

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০পিক্সেলের বিজ্ঞাপনে দুই দিনে খরচ ৩২ লাখ ডলার

নতুন সিরিজের স্মার্টফোন ‘পিক্সেল’ ও ‘পিক্সেল এক্সএল’ আনার ঘোষণা দিয়েছে গুগল—এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, ঘোষণার মাত্র দুই দিনেই টেলিভিশনে ফোন দুটির বিজ্ঞাপন প্রদর্শন বাবদ ৩২ লাখ ডলার খরচ করেছে গুগল। এখানেই থামছে না তারা, চলতি মাসেই শতকোটি ডলার বিজ্ঞাপন বাবদ খরচের জন্য মিডিয়া এজেন্সির সঙ্গে যোগাযোগও করছে।

প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অ্যাপল ও স্যামসাংয়ের ফোনের সঙ্গে টক্কর দিতেই গুগলের এই প্রচারণা। স্যামসাংয়ের নোট ৭-এর বিপত্তির এই সময়ে গ্রাহকদের কাছে পছন্দের তালিকায় চলে আসতে পারে পিক্সেল।

২০ অক্টোবর পিক্সেল ও পিক্সেল এক্সএল উন্মোচন করা হতে পারে। এই ফোন দুটির সঙ্গে থাকছে গুগলের নতুন ভার্চুয়াল সহকারী, অসাধারণ ক্যামেরা অ্যাপসহ নানা ফিচার।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ফোন এরিনা


মন্তব্য