kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড

টেক প্রতিদিন ডেস্ক   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ই-গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তাসহ তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড। বুধবার থাইল্যান্ডের মিনিস্ট্রি অব ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটি এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে।

ব্যাংককে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এ সি এম প্রাজিন জানটংয়ের সঙ্গে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের দ্বিপক্ষীয় বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করতে থাইল্যান্ডের সহযোগিতা চান আইসিটি প্রতিমন্ত্রী।


মন্তব্য