kalerkantho


গোপনে পছন্দের চাকরির সন্ধান দেবে লিংকডইন

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০গোপনে পছন্দের চাকরির সন্ধান দেবে লিংকডইন

চাকরিতে থাকা অবস্থায় নতুন চাকরি খোঁজার সময় অনেকেই নিজ প্রতিষ্ঠানে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে থাকে। বিষয়টি মাথায় রেখে চাকরি প্রার্থীদের জন্য ‘ওপেন ক্যান্ডিডেট’ নামের নতুন ফিচার চালু করেছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগের সাইট লিংকডইন। ফিচারটি কাজে লাগিয়ে যেকোনো লিংকডইন ব্যবহারকারী নিজেদের বর্তমান কর্মস্থলের তথ্য গোপন করেই বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাকে নিজেদের আগ্রহের বিষয়টি জানানোর সুযোগ পাবে। অর্থাৎ ব্যবহারকারীদের প্রোফাইলে তাদের প্রতিষ্ঠানের তথ্য থাকলেও সেগুলো নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলোকে জানাবে না লিংকডইন কর্তৃপক্ষ। ফিচারটি ব্যবহারের জন্য নিজ অ্যাকাউন্টের প্রেফারেন্সেস সেকশনে ক্লিক করে নিজেদের পছন্দের কাজের তালিকা আগেভাগেই জানান দিতে হবে।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল


মন্তব্য