kalerkantho


৮ অক্টোবর ঢাকায় বসছে ডিজিটাল মার্কেটিং সামিট

আসছেন ফেইসবুক ও আলিবাবার কর্মকর্তা

টেক প্রতিদিন ডেস্ক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০আসছেন ফেইসবুক ও আলিবাবার কর্মকর্তা

৮ অক্টোবর ঢাকার একটি হোটেলে শুরু হচ্ছে ‘ডিজিটাল মার্কেটিং সামিট’ শীর্ষক সম্মেলন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ফেইসবুক ক্রিয়েটিভ শপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ফারগাস-ও’-হারে, চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রডাক্ট অপারেশনস ম্যানেজার মেহেদি রেজা, গ্রে গ্রুপের দক্ষিণ-পূর্ব এশিয়ার (এসইএ) ডিজিটাল লিড  সুরেশ রামাস্বামী ও আইএমআরবির মিডিয়া ও রিটেইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত মেহতা। চারটি অধিবেশনে বিভক্ত এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি দুটি কেইস স্টাডি প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা ও নির্দিষ্ট বিষয়ে চারটি সেশন আয়োজন করা হবে। সম্মেলনে দেশ-বিদেশের ডিজিটাল মার্কেটিং খাতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাজীবী, নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় পেশাজীবীরা অংশ নেবেন।


মন্তব্য