kalerkantho


প্রেস রিলিজ

জাপানে তথ্যপ্রযুক্তি ব্যবসা সম্প্রসারণে সেমিনার

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা সম্প্রসারণে করণীয় বিভিন্ন দিক নিয়ে গত রবিবার ঢাকায় হয়ে গেল সেমিনার। বেসিস জাপান ফোকাস গ্রুপ আয়োজিত এ সেমিনারে বেসিসের অর্ধশতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার জানান, জাপানের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা সম্প্রসারণে দীর্ঘদিন ধরে কাজ করছে বেসিস। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য জাপানে কার্যালয় স্থাপনের কথা বলেছেন। সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবায় সক্ষমতা আরো বাড়াতে পারলে ভবিষ্যতে জাপানের বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থান অর্জনের সুযোগ রয়েছে।


মন্তব্য