kalerkantho


ইউটিউব গো আনছে গুগল

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ইউটিউব গো আনছে গুগল

ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের স্বচ্ছন্দে  ভিডিও দেখার সুযোগ দিতে ‘ইউটিউব গো’ নামের অ্যাপ বাজারে আনছে গুগল। ইউটিউব অ্যাপের নতুন এ সংস্করণটি কাজে লাগিয়ে অফলাইনে ভিডিও দেখার পাশাপাশি পছন্দের ভিডিও বন্ধুদের কাছে পাঠানোরও সুযোগ মিলবে। শুধু তা-ই নয়, ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোডের জন্য কত ইন্টারনেট ডাটা খরচ হবে তা আগেভাগেই জানা যাবে। ভারতের প্রত্যন্ত অঞ্চলের ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইউটিউবের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানা রাইট। এ বছরের শেষ নাগাদ ভারতে অ্যাপটি উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্রও : ম্যাশেবল


মন্তব্য