kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


আগামী মাসেই আসছে ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আগামী মাসেই আসছে ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’

পেশাজীবীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ‘লিংকডইন’র আদলে নিজেদের সামাজিক যোগাযোগ সাইটের নতুন সংস্করণ আনতে যাচ্ছে ফেইসবুক। ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’ নামের এ সংস্করণটি কাজে লাগিয়ে সহকর্মীদের সঙ্গে বার্তা বিনিময়সহ অন্য পেশাজীবীদের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

চাইলে নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য বা নথিও বিনিময় করা যাবে। তবে মুফতে নয়, প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ গুনতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মধ্যেই নতুন এ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। বিভিন্ন অফিসে ফেইসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি মাথায় রেখে গত বছরের শুরুতে এ সেবা পরীক্ষামূলকভাবে চালু করে ফেইসবুক।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট


মন্তব্য