kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


হুয়াওয়ে স্মার্টফোনের দাম কমল

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বেশ কয়েকটি স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে। নতুন দামে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ‘হুয়াওয়ে ওয়াই৫সি’ স্মাটফোন পাঁচ হাজার ৯৯০ টাকায় (পূর্ব মূল্য ছয় হাজার ৪৯০ টাকা), ‘হুয়াওয়ে ওয়াই৬ প্রো’ ১১ হাজার ৬৯০ টাকায় (পূর্ব মূল্য ১২ হাজার ৯৯০ টাকা), ‘হুয়াওয়ে জি প্লে মিনি’ ১২ হাজার ৪৯০ টাকায় (পূর্ব মূল্য ১৩ হাজার ৯৯০ টাকা), ‘হুয়াওয়ে অনার ফোরএক্স’ ১২ হাজার ৯৯০ টাকায় (পূর্ব মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা), ‘হুয়াওয়ে পিএইট লাইট’ ১৫ হাজার ৪৯০ টাকায় (পূর্ব মূল্য ১৬ হাজার ৪৯০ টাকা) কেনা যাবে।

 


মন্তব্য