kalerkantho


বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দেবে ‘গুগল স্টেশন’

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দেবে ‘গুগল স্টেশন’

অনুষ্ঠানে গুগল স্টেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন গুগলের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্তা

বিশ্বের বিভিন্ন দেশে বিনা মূল্যে দ্রুতগতির ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নিয়েছে গুগল। ক্যাফে ও শপিং মলসহ বিভিন্ন স্থাপনা ‘গুগল স্টেশন’ নামের এ উদ্যোগের আওতায় আসবে। এ ক্ষেত্রে স্থানীয় নেটওয়ার্ক অপারেটরের  সহযোগিতা নেওয়া হবে। গতকাল ভারতের রাজধানী নয়া দিল্লিতে গুগলের এক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (নেক্সট বিলিয়ন প্ল্যান) সিজার সেনগুপ্তা। প্রায় এক বছর ধরে ভারতের ৫২টি রেলস্টেশনে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিচ্ছে গুগল।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল


মন্তব্য