kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


ডাব্লিউসিআইটি সম্মেলনে অংশ নিচ্ছে বিসিএস

টেক প্রতিদিন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০৩ অক্টোবর থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডাব্লিউসিআইটি) ২০তম সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। সমিতির সভাপতি আলী আশফাকের নেতৃত্বে বিসিএসের ২৫ সদস্যের দল সম্মেলনে অংশ নেবে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং উপসচিব মাহবুবা পান্নাও অংশ নেবেন সম্মেলনে।

সম্মেলনের আয়োজক ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি কম্পানিজ। ৮০টি দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন।


মন্তব্য