kalerkantho


প্রেস রিলিজ

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ব্র্যান্ড হক গ্রুপের তৈরি বিভিন্ন পণ্যের

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ 

ই-কমার্স ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে অনলাইন বিকিকিনির সাইট Sindabad.com। এ জন্য চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সিন্দাবাদের ওয়েবসাইট থেকেই পাইকারি দরে হক গ্রুপের বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক গ্রুপের সিওও শামসুল আরেফিন এবং সিন্দাবাদডটকমের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক।


মন্তব্য