kalerkantho


দেশের খবর

সাত কলেজে ওয়াই-ফাই সেবা দেবে রংপুর সিটি করপোরেশন

স্বপন চৌধুরী, রংপুর   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রংপুরের সাতটি কলেজে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফউদ্দীন আহমেদ ঝন্টু। শিক্ষার্থীদের কাছে তথ্যপ্রযুক্তি সেবা সহজলভ্য করতে সিটি করপোরেশনের অর্থায়নে শিগগিরই এ সেবা চালু করা হবে। কলেজ সাতটি হলো—রংপুর কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর মেডিক্যাল কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রবিবার সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।


মন্তব্য