kalerkantho


১৯ অক্টোবর থেকে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন

টেক প্রতিদিন ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১৯ অক্টোবর থেকে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন

সভায় অংশগ্রহণকারীরা

১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) চারটি মিলনায়তনে বসবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় সম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠেয় এ সম্মেলনের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।  গতকাল সকালে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’-র উপদেষ্টা কমিটির এক সভায় এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ অংশ নেন। সভায় জানানো হয়, সম্মেলনে ১২টি সেমিনারের পাশাপাশি পাঁচটি প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে সরকারের ৪০টি মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তরের পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের বিভিন্ন প্রযুক্তিসেবা তুলে ধরবে। গেইমিং, স্টার্টআপ ইকোসিস্টেম, আউটসোর্সিং, ই-কমার্স এবং তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিয়েও বিভিন্ন আয়োজন থাকবে। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে ডেভেলপার সম্মেলনও আয়োজন করা হবে।


মন্তব্য