kalerkantho


মাইক্রোসফটের সম্মাননা পেল কম্পিউটার সোর্স

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০‘মাইক্রোসফট টপ রেভিনিউ ডিস্ট্রিবিউটর’ সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মুহিবুল হাসানের হাতে এ সম্মাননা তুলে দেন মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার মিশেল সিমনস। এ সময় মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (মাইক্রোসফট) আবু তারেক আল কাইয়ুম উপস্থিত ছিলেন।


মন্তব্য