kalerkantho


প্রেস রিলিজ

হাইটেক পার্কে ২০ লাখ লোক কাজ পাবে

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যশোরে পূর্ণাঙ্গভাবে চালু হতে যাওয়া হাইটেক পার্কটি দেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের জন্য নতুন মাইলফলক হবে—জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক। বৃহস্পতিবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে ‘তথ্যপ্রযুক্তির উন্নয়নে হাইটেক পার্কের ভূমিকা : প্রেক্ষিত যশোর’ শীর্ষক এক সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কম্পিউটার সমিতি যশোর শাখা আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইটেক পার্ক প্রকল্পের উদ্দেশ্য ও সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। তিনি জানান, ২০২১ সালের মধ্যে হাইটেক পার্ক প্রকল্পের আওতায় ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে।


মন্তব্য