kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


মেসেঞ্জারেও মিলবে লাইভ ভিডিও সুবিধা

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মেসেঞ্জারেও মিলবে লাইভ ভিডিও সুবিধা

ফেইসবুকের পাশাপাশি এবার মেসেঞ্জারেও মিলবে লাইভ ভিডিও প্রচারের সুযোগ। এ জন্য মেসেঞ্জার অ্যাপে লাইভ স্ট্রিমিং সুবিধার ‘ইনস্ট্যান্ট ভিডিও’ ফিচার চালুর ঘোষণা দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

ভিডিও কলের আদলে তৈরি ফিচারটি কাজে লাগিয়ে মেসেঞ্জারে বার্তা বিনিময়ের সময়ই নিজেদের আশপাশের ভিডিও সরাসরি বন্ধুদের দেখানোর সুযোগ মিলবে। বিনিময় করা ভিডিও মেসেঞ্জারের চ্যাট অপশনের ডান দিকে আলাদা স্ক্রিনে দেখা যাবে। ফলে বর্তমানের তুলনায় আরো ভালোভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করা যাবে। মেসেঞ্জারে বার্তা বিনিময়ের সময় ভিডিও আইকনে ক্লিক করে ফিচারটি ব্যবহারের সুবিধা মিলবে। শুধু আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর হালনাগাদ মেসেঞ্জার অ্যাপে এ সুযোগ পাওয়া যাবে।

বার্তা ও ছবি বিনিময়ের জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতা করতে সম্প্রতি অ্যাপটির বিভিন্ন সুবিধা ধারাবাহিকভাবে মেসেঞ্জারে চালু করছে ফেইসবুক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নিজেদের মূল অ্যাপ থেকে মেসেঞ্জারকে আলাদা করতে ফেইসবুকে থাকা বিভিন্ন সুবিধাও ধীরে ধীরে অ্যাপটিতে যোগ করছে তারা।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : এএফপি


মন্তব্য