kalerkantho


দেশের খবর

শেরপুরে ই-ফাইলিং প্রশিক্ষণ

হাকিম বাবুল, শেরপুর   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে পেপারলেস (কাগজবিহীন) অফিস কার্যক্রম চালুর অংশ হিসেবে গতকাল শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হয়ে গেল ই-ফাইলিং (নথি) প্রশিক্ষণ কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসন আয়োজিত দুই দিনের এ প্রশিক্ষণে ইলেকট্রনিক পদ্ধতিতে ফাইল নথি, বিনিময়, সংরক্ষণ ও সম্পাদনা করার পদ্ধতি, স্বাক্ষর চিহ্নিত ও শনাক্তকরণ সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়। এতে কালেক্টরেট কার্যালয়ের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম জিয়াউল ইসলাম জানান, শেরপুর কালেক্টরেট, দুটি উপজেলা এবং সমাজসেবা ও শিক্ষা অফিসকে প্রাথমিকভাবে কাগজবিহীন অফিসে পরিণত করতে এসব কার্যালয়ের ৭৫ জন কর্মকর্তা-কর্মচারীকে তিনটি ব্যাচে ই-ফাইলিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


মন্তব্য