kalerkantho


প্রেস রিলিজ

আজীবন সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে আজীবন সম্মাননা দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬’-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। মোস্তাফা জব্বারের হাতে সম্মাননা পদক তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ ও মহাসচিব নজরুল ইসলাম।


মন্তব্য