kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


বাংলাদেশে অ্যাপিকটা কার্যনির্বাহী কমিটির সভা

টেক প্রতিদিন ডেস্ক   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেল এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের বড় সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) কার্যনির্বাহী কমিটির ৫১তম সভা। বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনের এ সভায় বাংলাদেশসহ ১২টি দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিবিদরা অংশ নেন।

শুক্রবার সকালে সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, গত বছর এই সময়ে বেসিস অ্যাপিকটার সদস্যপদ লাভ করে। মাত্র এক বছরেই অ্যাপিকটার নির্বাহী কমিটির সভার আয়োজক হতে পেরেছে বাংলাদেশ।

বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাপিকটার চেয়ারম্যান ড. দিলীপা ডি সিলভা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।


মন্তব্য