kalerkantho


প্রেস রিলিজ

আইজিএফের অ্যাডভাইজরি গ্রুপের সদস্য সুমন আহমেদ

৩১ মার্চ, ২০১৬ ০০:০০ইন্টারনেট গর্ভন্যান্স ফোরামের (আইজিএফ) মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভাইজরি গ্রুপ ২০১৬-এর সদস্য নির্বাচিত হয়েছেন বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও এপনিকের স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) কমিটির কো-চেয়ারম্যান সুমন আহমেদ। ৫৫ সদস্যের এই গ্রুপে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা রয়েছেন। ২০০৫ সালের নভেম্বরে তিউনেশিয়ায় অনুষ্ঠিত ডাব্লিউএসআইএস সম্মেলনে ইন্টারনেট গর্ভন্যান্স ফোরাম গঠন করে জাতিসংঘ। এর পর থেকেই আইজিএফের এই গ্রুপের সদস্যরা নিয়মিত জাতিসংঘ মহাসচিবকে ইন্টারনেট গর্ভন্যান্স-বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

সুমন আহমেদ বর্তমানে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কর্মরত আছেন।


মন্তব্য