kalerkantho


আবারও হাসপাতালে ভাইরাস আক্রমণ চালিয়ে অর্থ দাবি!

২৫ মার্চ, ২০১৬ ০০:০০‘র‌্যানসমওয়্যার’ নামের ভাইরাস আক্রমণ চালিয়ে আবারও যুক্তরাষ্ট্রের তিনটি হাসপাতালের কাছ থেকে অর্থ দাবি করেছে একদল সাইবার অপরাধী। হাসপাতালগুলোর কম্পিউটার সিস্টেমে ‘র‌্যানসমওয়্যার’ ভাইরাস ছড়িয়ে দিয়ে হাসপাতালের বিভিন্ন তথ্য এনক্রিপ্ট (বিশেষ কোড) করে নিজেদের দখলে নেয় হ্যাকাররা। সেগুলো পুনরায় ব্যবহারোপযোগী করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে তারা। কেন্টাকি মেথোডিস্ট হাসপাতাল, চিনো ভ্যালি মেডিক্যাল সেন্টার এবং ডেজার্ট ভ্যালি হাসপাতাল এই হামলার শিকার হয়েছে। গত মাসে একই ধরনের হামলার শিকার হয়েছিল হলিউড প্রেসবাইটেরিয়ান মেডিক্যাল সেন্টার।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : বিবিসি


মন্তব্য