kalerkantho


নিজ খরচেই ওয়াই-ফাই সেবা

২২ মার্চ, ২০১৬ ০০:০০নিজ খরচেই ওয়াই-ফাই  সেবা

গ্রিসের ছোট্ট গ্রাম আইডোমেনি। পাশেই মেসিডোনিয়ার সীমান্ত। ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এখানেই আশ্রয় নিয়ে থাকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থীরা। সহায়-সম্বলহীন এসব শরণার্থীকে বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দিতে এগিয়ে এসেছেন গ্রিসেরই ইলিয়াস পাপাডোপোলাস। পেশায় ইলেকট্রিক প্রকৌশলী পাপাডোপোলাস নিজ খরচেই এ সেবা দিচ্ছেন। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল


মন্তব্য