kalerkantho


প্রেস রিলিজ

ইয়াং গ্লোবাল লিডার হওয়ায় আইসিটি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

২০ মার্চ, ২০১৬ ০০:০০‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ মনোনীত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদকে সংবর্ধনা দিয়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংগঠন। শুক্রবার বেসিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয় বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ই-ক্যাব, অ্যামটব, সিটিও ফোরাম ও বিডাব্লিউআইটি। উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস মহাসচিব নজরুল ইসলাম, আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বাক্য সভাপতি আহমদুল হক, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ ও বিডাব্লিউআইটির সহসভাপতি সোনিয়া বশির কবির।

সম্প্র্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৪০ বছরের কম বয়সী বিশ্বনেতা হিসেবে দক্ষিণ এশিয়া অঞ্চলে জুনাইদ আহমেদকে নির্বাচিত করে।


মন্তব্য