kalerkantho


ওয়েব পোর্টাল চালু করল সিসটেক

১৪ মার্চ, ২০১৬ ০০:০০নিজেদের প্রকাশিত বই ও বিভিন্ন সেবা অনলাইনে সহজলভ্য করতে www.systechpublications.com.bd  ঠিকানার ই-কমার্সভিত্তিক ওয়েব পোর্টাল চালু করেছে সিসটেক পাবলিকেশন্স। শনিবার বেসিস মিলনায়তনে পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী ও বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসটেক পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান মাহবুুবুর রহমান।


মন্তব্য