kalerkantho

‘বিবি-৮’

১৩ মার্চ, ২০১৬ ০০:০০‘বিবি-৮’

যুক্তরাষ্ট্রের মহাশূন্য গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাব ঘুরতে গিয়েছিল স্টার ওয়ারস সিনেমার জনপ্রিয় রোবট চরিত্র ‘বিবি-৮’। মঙ্গলগ্রহ অভিযানের বিভিন্ন তথ্য জানার পাশাপাশি কেন্দ্রটিতে থাকা বিভিন্ন রোবটের সঙ্গে সেলফিও তুলেছে ‘বিবি-৮’।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ম্যাশেবল


মন্তব্য