kalerkantho


ঢাকায় সার্ক টেক সামিট

টেক প্রতিদিন ডেস্ক   

৯ মার্চ, ২০১৬ ০০:০০শুক্রবার থেকে ঢাকার বিয়াম মিলনায়তনে শুরু হচ্ছে ‘সার্ক টেক সামিট’। দুদিনের এ প্রযুক্তি সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর তথ্যপ্রযুক্তিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি কর্মকর্তারা অংশ নেবেন। উদ্বোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্তআঞ্চলিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি প্রযুক্তি অভিজ্ঞতা বিনিময় করতে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে সিটিও ফোরাম বাংলাদেশ ও ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোকম। গতকাল ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার জানান, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এ সম্মেলনে তথ্যপ্রযুক্তিভিত্তিক ১১টি সেমিনার ও সিম্পোজিয়াম হবে। দ্বিতীয় দিনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য সার্কভুক্ত বিভিন্ন দেশের পাঁচজন তথ্যপ্রযুক্তিবিদকে দেওয়া হবে ‘আইসিটি এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’। সম্মাননা তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সার্ক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন অ্যান্ড আইটি চেয়ারম্যান সাফকাত হায়দার ও সিটিও ফোরামের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক।


মন্তব্য