kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


ম্যাসেঞ্জারে বিনিময় করা যাবে স্পটিফাইয়ের গান

৬ মার্চ, ২০১৬ ০০:০০ম্যাসেঞ্জারে বিনিময় করা যাবে স্পটিফাইয়ের গান

ম্যাসেঞ্জারে বার্তা, অডিও বা ভিডিও বিনিময়ের পাশাপাশি এখন থেকে বন্ধুদের কাছে অনলাইনভিত্তিক মিউজিক স্ট্রিমিং সেবা ‘স্পটিফাই’-এর বিভিন্ন গানের লিংকও বিনিময় করা যাবে। চাইলে পছন্দের গানের তালিকাও পাঠানো যাবে।

এ জন্য জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে যুক্ত করা হয়েছে নতুন ফিচার। তবে গানগুলোর লিংকে ক্লিক করে সরাসরি গান শোনা যাবে না। অর্থাৎ স্পটিফাই অ্যাপের মাধ্যমেই কেবল গানগুলো শোনা যাবে। বর্তমানে ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল


মন্তব্য