kalerkantho


পর্দা নামল আইসিটি এক্সপোর

টেক প্রতিদিন ডেস্ক   

৬ মার্চ, ২০১৬ ০০:০০পর্দা নামল আইসিটি এক্সপোর

সেমিনারে অংশগ্রহণকারীরা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্দা নামল ‘বাংলাদেশ আইসিটি এক্সপো’র। তিন দিনের এ আয়োজনে হালনাগাদ প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য তুলে ধরার পাশাপাশি সেমিনার, শিশুদের জন্য ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, সেলফি ও গেইমিং কনটেস্ট, সেলিব্রিটি শোসহ নানা আয়োজনে অংশ নেন প্রযুক্তিপ্রেমীরা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তির এ আসরে দর্শক সমাগমের পাশাপাশি বিকিকিনিও বেশ ভালো হয়েছে। গতকাল সমাপনী দিনে ছিল ‘ক্রস বর্ডার সাইবার ক্রাইম’ শীর্ষক সেমিনার। দেশ-বিদেশের ঘটে যাওয়া সাইবার অপরাধের তথ্য তুলে ধরার পাশাপাশি প্রতিরোধের নানা কৌশল নিয়ে আলোচনা হয় এ সেমিনারে। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া কবির বশির।

বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।


মন্তব্য