kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রেস রিলিজ

খুলনা ও বরিশালে গ্রামীণফোনের বিল-পে

৪ মার্চ, ২০১৬ ০০:০০খুলনা ও বরিশালের ২১ জেলা ও ২০টি উপজেলায় বিল-পে সেবা দেবে গ্রামীণফোন। এর ফলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের প্রায় ১০ লাখ গ্রাহক গ্রামীণফোনের সংযোগ কাজে লাগিয়ে যেকোনো সময় তাদের বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে এ বিষয়ে ডাব্লিউজেডপিডিসিএলের সঙ্গে চুক্তিও করেছে গ্রামীণফোন। উপস্থিত ছিলেন ডাব্লিউজেডপিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দীন ও গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা দীলিপ পাল। গ্রামীণফোনের বিল-পে নামের মোবাইলভিত্তিক বিল সংগ্রহ পদ্ধতি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা সম্ভব।


মন্তব্য