kalerkantho

আরবান পেরিস্কোপ

৪ মার্চ, ২০১৬ ০০:০০আরবান পেরিস্কোপ

ব্যস্ত রাস্তা বা ফুটপাতে হাঁটার সময় স্মার্টফোনে তথ্য খোঁজার পাশাপাশি বার্তা পড়া বা লিখে থাকেন অনেকে। স্মার্টফোনের স্ক্রিনে মনোযোগ বেশি থাকায় এ সময় ঘটতে পারে নানা দুর্ঘটনাও। বিষয়টির সমাধান দেবে ‘আরবান পেরিস্কোপ’। বিশেষ ধরনের পেরিস্কোপ যুক্ত মোবাইল কেইসটি কাজে লাগিয়ে আশপাশের বা পেছনের ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি দেখা যায়। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল


মন্তব্য