শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি কম দামের কম্পিউটার রাজবেরি পাইয়ের নতুন সংস্করণ ‘পাই থ্রি’ বাজারে ছাড়ল রাজবেরি পাই ফাউন্ডেশন। নতুন এ সংস্করণটিতে প্রথমবারের মতো ওয়াই-ফাই ও ব্লুটুথ সুবিধা যুক্ত করা হয়েছে। দাম মাত্র ৩৫ ডলার। রাজবেরি পাই ফাউন্ডেশনের বাণিজ্যিক বিভাগের প্রধান নির্বাহী ইবেন আপটন জানান, দীর্ঘদিন ধরেই স্বল্পমূল্যের কম্পিউটারটিতে ওয়াই-ফাই ও ব্লুটুথ সুবিধা চালু করার দাবি জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। নতুন এই সুবিধা যুক্ত হওয়ায় অনেকেই এটিকে পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে বিবেচনা করবেন। কম্পিউটারটিতে ব্যবহার করা হয়েছে ১.২ গিগাহার্জ গতির কর্টেক্স এ৫৩ প্রসেসর। ফলে আগের মডেলের তুলনায় এটি দ্রুতগতিতে কাজ করবে। রয়েছে ১ গিগাবাইট মেমোরি সুবিধা। থাকছে মেমোরি কার্ড ও ইউএসবি ব্যবহারের সুযোগও।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের