kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


ডিআইএসে খুদে শিক্ষার্থীদের নিয়ে আইসিটি অলিম্পিয়াড

টেক প্রতিদিন ডেস্ক   

১ মার্চ, ২০১৬ ০০:০০ডিআইএসে খুদে শিক্ষার্থীদের নিয়ে আইসিটি অলিম্পিয়াড

অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) খুদে শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় হয়ে গেল ডিআইএস আন্তশাখা আইসিটি অলিম্পিয়াড। রবিবার ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানটির চারটি শাখার দুই শতাধিক শিক্ষার্থী প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন ও লোগো প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়।

ছিল তথ্যপ্রযুক্তি-ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান জানান, এ আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি-জ্ঞান সমৃদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে, পাশাপাশি আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে। ডিআইএসের অধ্যক্ষ সাহানা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।


মন্তব্য