kalerkantho


আজ থেকে ঢাকায় ল্যাপটপ মেলা

টেক প্রতিদিন ডেস্ক   

১৫ মে, ২০১৪ ০০:০০আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 'টেকশহর ল্যাপটপ মেলা'। উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আয়োজকরা জানান, এবারের মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে ডেল, আসুস, এইচপি, স্যামসাং, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিৎসু, গিগাবাইটসহ বিশ্বখ্যাত সব প্রযুক্তি ব্র্যান্ড অংশ নিচ্ছে। দেশের বাজারে এখনো আসেনি এমন অনেক পণ্যও প্রথমবারের মতো দেখা যাবে এ মেলায়। ক্রেতাদের জন্য থাকবে বিশেষ মূল্যছাড় ও উপহার পাওয়ার সুযোগ। থাকছে তথ্যপ্রযুক্তি সেমিনার ও কর্মশালাও। মেলায় আসুসের বিভিন্ন মডেলের ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাবেন স্ক্র্যাচ কার্ড ঘষে ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন উপহার। তোশিবা ল্যাপটপের সঙ্গে থাকছে ৫০০ টাকার শপিং ভাউচারসহ ক্যাপ পাওয়ার সুযোগ। এইচপি সামার অফারের আওতায় ক্রেতারা পেতে পারেন ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ মোবাইল ফোনসেট উপহার। ডেলের ইন্সপায়রন ৩৪২১ মডেলের ল্যাপটপ কিনলেই পাওয়া যাবে মোবাইল ফোনসেট উপহার। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির অ্যান্টিভাইরাস কিনে ওয়্যারলেস মাউস, ৮ গিগাবাইট পেনড্রাইভ বা স্টেরিও হেডফোন পাওয়া যাবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য ২০ টাকা। www.facebook.com/laptopfair.bd
থেকে মেলার হালনাগাদ তথ্য জানা যাবে। তিন দিনের এ মেলার আয়োজক 'এক্সপো মেকার'।

 

 

 মন্তব্য