kalerkantho

টপ অব দ্য ডে

১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

৩৪.৫ ওভারে ৭ মেডেনসহ ৬৭ রান খরচায় ৫ উইকেট। পার্থের সবুজাভ উইকেটেও দুর্দান্ত বোলিং করছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিওন। অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েও তিনি ছিলেন হেরে যাওয়া দলে। পার্থের নতুন মাঠে অস্ট্রেলিয়া জিতবে কি না, তা সময়ই বলবে। তবে প্রথম ইনিংসে বিরাট কোহলির শতরানের পরও ভারতকে ২৮৩ রানে আটকে রেখে স্বাগতিকদের লিড নেওয়ার অন্যতম রূপকার এই লিওনই।মন্তব্য