kalerkantho


ফ্লপ অব দ্য ডে

৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

আবুধাবির প্রথম ম্যাচে ১৩ ও ০। এরপর দুবাইয়ের দ্বিতীয় ম্যাচে ২২ এবং ৫০। আর আবুধাবিতে ফিরতি ও সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ৪ এবং ১০। এই স্কোরগুলোই বলছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা কতটা হতাশাতে কাটছে টম লাথামের। সিরিজের জয়ের মিশনে শেষ ম্যাচেও হতাশ করেছেন নিউজিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম ইনিংসে শূন্য রানে আউটের পর দ্বিতীয়টিতে ফিরে আসেন স্কোর দুই অঙ্ক ছুঁয়েই।মন্তব্য