kalerkantho

টপ অব দ্য ডে

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

ম্যাচের বাকি আর পাঁচ মিনিট। উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে নেদারল্যান্ডস। ম্যাচটা হারলেই সেমিফাইনাল খেলা হতো না ডাচদের। কমলাঝড় তুলে শেষ পাঁচ মিনিটের দুই গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে তারা। এর অন্যতম নায়ক ফিরজিল ফন ডাইক। কুইন্সি প্রমিস ৮৫ মিনিটে এক গোল ফেরানোর পর একেবারে শেষ মিনিটের গোলে সেমিফাইনাল নিশ্চিত করেন ফন ডাইক।

মন্তব্য