kalerkantho

সেরা র‌্যাংকিংয়ে মুশফিক-মিরাজ

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেরা র‌্যাংকিংয়ে মুশফিক-মিরাজ

গতকাল প্রকাশিত টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং র‌্যাংকিংয়ে প্রথমবার সেরা বিশে (১৮তম) মুশফিক। বোলিং র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে মিরাজ ক্যারিয়ার সেরা ২৮তম অবস্থানে। তাইজুল ইসলাম উঠে এসেছেন ২৭ নম্বরে। তাইজুলের ৫৯৫ ও মিরাজের রেটিং পয়েন্ট ৫৮০। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসান পিছিয়ে এখন ২১ নম্বরে।

উন্নতি হয়েছে মিরপুরের দুই সেঞ্চুরিয়ান মমিনুল হক ও মাহমুদ উল্লাহরও। মমিনুল ৯ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে। মাহমুদ উল্লাহ ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৭ নম্বরে। ব্যাটিংয়ে বিরাট কোহলি আর বোলিংয়ে জেমস অ্যান্ডারসন শীর্ষে যথারীতি। অলরাউন্ড র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানও ধরে রেখেছেন নিজের সিংহাসন। আইসিসি

মন্তব্য