kalerkantho

রয়েসের জোড়া গোল

দুইবার পিছিয়েও ‘ডের ক্লাসিকা’ ডর্টমুন্ডের

১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেদুইবার পিছিয়েও ‘ডের ক্লাসিকা’ ডর্টমুন্ডের

পাঁচ পাঁচটি গোল। রবার্ত লেভানদোস্কির দুটি গোল বাতিল, এর একটি ৯৪তম মিনিটে! এমন উত্তেজনার ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ৩-২ গোলে ‘ডের ক্লাসিকা’ জয় বরুশিয়া ডর্টমুন্ডের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঐতিহ্যবাহী ডের ক্লাসিকা বা জার্মান ক্লাসিকোয় গত কয়েক বছর পেরে ওঠেনি ডর্টমুন্ড। গত পরশুর জয়ে হতাশাটা পেছনে ফেলে লিগের শীর্ষস্থান সুসংহত করল আরো। দুই গোলে এগিয়ে বুন্দেসলিগায় ১৮ বছর পর গত পরশুই প্রথম হারল বায়ার্ন। কোচ নিক কোভাচের চাকরি নিয়ে শঙ্কাটা বেড়েছে তাতে।

স্প্যানিশ লা লিগাতেও দুইবার পিছিয়ে ৩-২ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ডিয়েগো গোদিনের ৯১তম মিনিটের গোল জয় এনে দেয় অ্যাতলেতিকোকে। ইতালিয়ান সিরি ‘এ’তে জেনোয়াকে ২-১ গোলে হারিয়ে জুভেন্টাসের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট কমিয়ে এনেছে নাপোলি। আর ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে টটেনহাম এখন সেরা চারে। গতকাল ফুলহামকে ২-০ গোলে হারিয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৪১ মিনিটে মো সালাহ ও ৫৩ মিনিটে অপর গোলটি জেরদান শাকিরির। গতকাল ম্যানচেস্টার ডার্বিতে না হারলে আবারও শীর্ষে উঠে আসবে ম্যানসিটি।

ডর্টমুন্ডের মাঠে বায়ার্ন ২৬ মিনিটে এগিয়ে যায় ৬ গজ সামনে থেকে নেওয়া রবার্ত লেভানদোস্কির হেডারে। ৪৯ মিনিটে মার্কো রিউসের পেনাল্টিতে সমতা ফেরায় ডর্টমুন্ড, ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন তিনিই। ৫২ মিনিটে লেভানদোস্কির আরেকটি হেডারে এগিয়ে যায় বায়ার্ন। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে ৯ ম্যাচে এটা তাঁর ১২তম গোল। ৬৭ মিনিটে রিউস সমতা ফেরান আবারও। গতিময় ফুটবলটা উপভোগ্য হয়ে ওঠে আরো। এরপর বদলি খেলোয়াড় পাকো আলকাসেরের ৭৩ মিনিটের গোলে রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড। বদলি হয়ে নেমে ডর্টমুন্ডের খেলোয়াড়রা এই মৌসুমে করলেন ১৮টি গোল, যা শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ। এক আলকাসেরই বদলি হয়ে নেমে ২১৮ মিনিট মাঠে থেকে করেছেন ৮ গোল। রবার্ত লেভানদোস্কির ৯৪ মিনিটের এক গোল অফসাইডের জন্য বাতিল হলে মাথা নিচু করে মাঠ ছাড়ে বায়ার্ন। এই মৌসুমে সবশেষ ছয় বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন হারল তৃতীয়বার। শীর্ষে থাকা ডর্টমুন্ডের চেয়ে তারা পিছিয়ে ৭ পয়েন্টে। এর পরও ব্যবধান কমাতে আশাবাদী নিকো কোভাচ, ‘আমরা ডর্টমুন্ডের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে। নেমে যেতে পারি চতুর্থ স্থানেও। এর পরও চাপ সামলে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে এই দলের।’

স্প্যানিশ লা লিগাতেও দুইবার পিছিয়ে পড়ে অ্যাথলেতিক বিলবাওকে ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৯১তম মিনিটে ডিয়েগো গোদিনের হেডারে জয়ের গোলটা পায় অ্যাতলেতিকো। রেফারি প্রথমে সায় না দিলেও ভিএআরের সাহায্য নিয়ে দেন গোল। চোট পাওয়া গোদিনের মাঠে থাকার কথা ছিল না। অ্যাতলেতিকো তিনজন খেলোয়াড় বদল করে ফেলায় বাধ্য হয়ে ছিলেন তিনি। সেই গোদিনের গোলে রুদ্ধশ্বাস জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা এখন দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা শীর্ষে ২৪ পয়েন্ট নিয়ে।

ইতালিয়ান সিরি ‘এ’তে জেনোয়ার মাঠে ২০ মিনিটে করা ক্রিস্তিয়ান কুমার গোলে পিছিয়ে পড়ে নাপোলি। ৬২ মিনিটে সমতা ফেরান ফাবিয়ান রুইজ। ম্যাচ শেষের চার মিনিট আগে দাভিদ বিরাসচির আত্মঘাতী গোল জয় এনে দেয় নাপোলিকে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৮। এক ম্যাচ কম খেলা জুভেন্টাস ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। এএফপি

মন্তব্য