kalerkanthoএসপার নয় ওসপার

১২ অক্টোবর, ২০১৮ ০০:০০এসপার নয় ওসপার

উসাইন বোল্ট পেশাদার ফুটবলার হতে পারবেন কি না, সেটা আজকের প্রস্তুতিমূলক ম্যাচটাই ঠিক করে দেবে। অবসরপ্রাপ্ত এই স্প্রিন্টার যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ‘এ’ লিগের দল ওয়েস্ট কোস্ট মেরিনসে। আজ ট্রায়াল ম্যাচটাই যে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা বোল্ট নিজেই বললেন, ‘এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাব আমার ব্যাপারে কী ভাবছে, সেটা এই ম্যাচই ঠিক করে দেবে। কোচ আমাকে বলেছেন মনোযোগটা ঠিক রাখতে আর নিজের সেরাটা দিতে। আমাকে সুযোগটা নিতেই হবে।’ ইএসপিএনএফসিমন্তব্য