kalerkantho

সংক্ষিপ্ত

খুলনায় ইমরুলের সেঞ্চুরি

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডের সদস্যরাসহ এশিয়া কাপের ক্যাম্প থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে চার দিনের ম্যাচ শুরু হয়েছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এশিয়া কাপের পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখেই এই প্রস্তুতি। লাল ও সবুজ, দুটি দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। সৌম্য সরকার নেতৃত্ব দিচ্ছেন লাল দলের, সবুজ দলের অধিনায়ক ইমরুল কায়েস। চার দিনের ম্যাচে প্রথম দিনের খেলা শেষে টসে জিতে ব্যাট করা সবুজ দল ইমরুলের ৫৮ রানে ভর করে ৫২ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান তুলেছে। খেলা চলে বিকেল ৩-৩৫ মিনিট পর্যন্ত। এই ম্যাচে লাল দলে খেলছেন মোহাম্মদ আশরাফুল।

মন্তব্য