kalerkanthoফ্লপ অব দ্য ডে

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

২০১৭ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন তিনি। এর পর থেকে অনেকে সেরেনা উইলিয়ামসের ছায়া দেখতে শুরু করেছে স্লোয়ানে স্টিফেন্সের মধ্যে। সেই চাপটাই হয়তো নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের স্টিফেন্স। উইম্বলডন থেকে বাদ পড়েছিলেন প্রথম রাউন্ডে। এবার প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন টোকিওতে হওয়া প্যান প্যাসিফিক ওপেনেও। গতকাল দোনা ভেকিচ ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন তাঁকে।মন্তব্য