kalerkantho


তদন্ত করবেন সালাউদ্দিন

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : সাফে স্বাগতিকদের ভরাডুবির রেশ এখনো কাটেনি। শহীদুলের হাস্যকর গোল খাওয়া নিয়ে আফসোস চলছে। এই গোলরক্ষককে দলে নেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এশিয়ান গেমসের গোলরক্ষক আশরাফুল রানাকে বাদ দিয়ে তাঁকে একাদশে নেওয়াটা অনেকের কাছে রহস্যময় ঠেকছে। কোচ নিজের পছন্দে নিয়েছেন নাকি কারো চাপে নিয়েছেন, এটাই হলো প্রশ্ন। সেটা তদন্ত করবেন কাজী সালাউদ্দিন নিজে। বাফুফে সভাপতি নিজের মতো করে তদন্ত করবেন এবং এ ব্যাপারে কোচের সঙ্গেও আলাপ করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের এই ইংলিশ কোচ নেপালের ম্যাচ শেষে ছুটিতে গেছেন দেশে। ফেরার পর দল নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে কথা বলবেন বাফুফে সভাপতি। তবে যাওয়ার আগে এই কোচ সংবাদ সম্মেলনে উচ্চতার কারণে শহীদুলকে নেওয়ার কথা বলেছিলেন।

 মন্তব্য