kalerkantho


যুক্তরাষ্ট্রে স্প্যানিশ লিগ

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বিতর্কের জ্বালামুখ খুলে গেছে, তাতে কী! বিদ্রোহী ফুটবলাররা বয়কটের হুমকি দিচ্ছেন, তাতেও পরোয়া নেই। স্প্যানিশ লিগের খেলা যুক্তরাষ্ট্রের মাটিতে হয়েই যাচ্ছে। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্বয়ং যে বলেছেন, জানুয়ারিতে জিরোনা-বার্সেলোনা ম্যাচ ফ্লোরিডায় হওয়ার সম্ভাবনা এখন ৯০ শতাংশ। এ ম্যাচ থেকে স্প্যানিশ লিগের সাকল্যে আয় হবে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। তেবাসই জানান তা, ‘কোনো স্প্যানিশ ক্লাবকে যুক্তরাষ্ট্রে খেলতে বাধ্য করা হবে না। যে দলগুলোর সমর্থকগোষ্ঠী তত বড় না, তাদের সাহায্যের জন্য এমন আয়োজন। এটিকে আমরা শুধু ম্যাচ হিসেবে দেখছি না। দেখছি কৌশল ও স্পন্সরশিপের অংশ হিসেবে।’ মেইল

 মন্তব্য