kalerkantho


মেসিকে ঘিরে অনিশ্চয়তা থাকছেই

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০মেসিকে ঘিরে অনিশ্চয়তা থাকছেই

আর্জেন্টিনার জার্সি থেকে আপাতত বিশ্রামে লিওনেল মেসি। গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে তাই স্কোয়াডে নেই তিনি। আর বিশ্রাম কাটিয়ে আদৌ কখনো ফিরবেন নাকি তা অবসরে রূপান্তরিত হবে, তা-ও অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা। আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি সে কুয়াশা সরিয়ে সমর্থকদের কোনো আশার আলো দেখাতে পারছেন না।

গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা জাতীয় দল এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ওখানে অবধারিতভাবে আরেকবার ওঠে মেসির অনুপস্থিতির প্রসঙ্গ। তাতে স্পষ্টতই বিরক্ত স্কালোনি, ‘এ নিয়ে তো আমরা এরই মধ্যে কথা বলেছি। ব্যাপারটি পরিষ্কার। আমরা মেসির সঙ্গে আলোচনা করেছি। আমাদের পরবর্তী খেলাগুলোতে ও ফিরবে নাকি ফিরবে না, সেটি তখন দেখা যাবে। এখন ম্যাচের আগের দিন এ বিষয়টি নিয়ে কথা বলার কোনো মানে হয় না।’ রাশিয়া বিশ্বকাপ শেষে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্কালোনি। তবে তিনি যে এ দায়িত্বে বেশি দিন নেই, তা ভালো করেই জানেন, ‘আমি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রয়েছি, এ নিয়ে নিজের কাছে নিজেই আমি পরিষ্কার।’ গোল ডটকমমন্তব্য