kalerkantho

সংক্ষিপ্ত

ফাহাদের চমক

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সিজেকেএস ফোর এইচ গ্রুপ ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ড মাস্টার্স দাবায় ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে হারিয়ে চমক দেখিয়েছেন ফাহাদ রহমান। চতুর্থ রাউন্ডের এ খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলে দিব্যেন্দুর ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে ক্লাসিক্যাল বিশ্লেষণ ধারায় খেলে ২০ চালে জয় পান সোনারগাঁ চেস ক্লাবের এই ফিদে মাস্টার। এ রাউন্ডে অবশ্য জিততে পারেননি মোল্লা আব্দুল্লা আল রাকিব। তিন জয়ের পর সাইফ স্পোর্টিং ক্লাবের এই গ্র্যান্ড মাস্টার কাল ড্র করেছেন বেঙ্গল চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে। এ ড্রয়ের পরও সাড়ে তিন পয়েন্ট অর্জন করে এককভাবে শীর্ষে আছেন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব। তিন পয়েন্ট করে অর্জন করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, ভারতের গ্র্যান্ড মাস্টার আরএম ললিত বাবু, আন্তর্জাতিক মাস্টার ধূলিপাল্লা বালা, চন্দ্রা প্রসাদ এবং নীলেশ সাহা। বিজ্ঞপ্তিমন্তব্য