kalerkantho

শীর্ষে রাকিব

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সিজেকেএস-ফোর এইচ গ্রুপ ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে আছেন মোল্লা আব্দুল্লা আল রাকিব। তৃতীয় রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের এই গ্র্যান্ড মাস্টারের অর্জন পূর্ণ ৩ পয়েন্ট। গতকাল বিকেলে তৃতীয় রাউন্ডের খেলায় রাকিব হারিয়ে দেন ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে। এর আগে দ্বিতীয় রাউন্ডের খেলায় রাকিব পরাজিত করেন ফিদে মাস্টার আমিনকে। আড়াই পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবের আরেক গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বেঙ্গল চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন এবং ভারতের গ্র্যান্ড মাস্টার আর এম ললিত বাবু। এ রাউন্ডের খেলায় জিয়া হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে। নিয়াজ জয় পেয়েছেন নেপালের ক্যান্ডিডেট মাস্টার রাজভান্ডারী রিজেন্দ্রাকে। বিজ্ঞপ্তি

 

 মন্তব্য